এডৌবি ফটোশপে Free Transform এর ব্যবহার
ইমেজে কাজ করার সময় নির্দিষ্ট কোন ইমেজকে বিভিন্ন এ্যাঙ্গেলে স্থাপন করার প্রয়োজন হয়। এছাড়া ব্যবহারকারীর প্রয়োজনানুযায়ী উক্ত ইমেজ সমুহ বিভিন্ন এ্যাঙ্গেলে স্থাপন, এর আকার হ্রাস-বৃদ্ধি করণ। ইত্যাদি কার্যাবলী করতে Free Transform অপশনটি ব্যবহার করা হয় ।
প্রয়োগ :
> ইমেজের যে লেয়ারকে প্রয়োজনমতো এ্যাঙ্গেলে স্থাপন করবো সে লেয়ারটি নির্ধারণ করতে হবে
> Edit মেনু থেকে Free Transform অপশনটি নির্ধারণ করতে হবে।
> এবার মাউস পয়েন্ট দ্বারা নির্বাচিত ইমেজটি প্রয়োজনীয় এ্যাঙ্গেলে স্থাপন করতে পারবো।
0 comments:
Post a Comment