এডৌবি ফটোশপে Save for Web এর কাজ:
কোন ফাইলকে ওয়েব সাইডে সংরক্ষন করার জন্য এই Save for Web অপশনের সাহায্যে সেভ করতে হয়। তাহলে ফাইলের সাইজ কম হয় ও বিভিন্ন ফরমেট যেমন- jpg, png -তে ফাইলটি সেভ করা যায়।
Save for Web এর কিবোর্ড কমান্ড হলো: Alt + Shift + Ctrl+S
0 comments:
Post a Comment