এডৌবি ফটোশপে ফাইল বন্ধ (Close) করা:
কোন Image/Picture Open (খোলা) থাকাবস্থায়
→File Click
→Close Click করলে Open কৃত Image/Picture বন্ধ হয়ে যাবে। তবে যদি ফাইলের মধ্যে তৈরীকৃত কোন অংশ অসংরক্ষিত থাকে তবে Adobe Photoshop Dialog Box আসবে। তখন No Click করলে Image/Picture টি অসংরক্ষিত অবস্থাতেই বন্ধ হবে। অপরদিকে Yes Click করলে Image/Picture টির অসংরক্ষিন অংশ সংরক্ষিত হয়ে বন্ধ হবে ।
ফাইল বন্ধের কিবোর্ড কমান্ড Ctrl+W Press করলেও Open কৃত Image/Picture বন্ধ হয়ে যাবে।
0 comments:
Post a Comment