এডোবি ফটোশপে Hand Tool এর কাজ:
এ টুলটি ব্যবহার করে কোন ইমেজেকে এর উইন্ডোর ভিতরে মুভ করে বিভিন্ন অংশ প্রদর্শন করা যায় । ছবি ছোট অবস্থায় থাকলে নিষ্প্রয়োজন। অর্থাৎ ফটোশপে ওপেনকৃত কোনো ছবি জুম বড় করলে সেটিকে এই হ্যান্ড টুল দিয়ে চেপে ধরে ছবিটি বিভিন্ন দিকে মুভ করা বা সরানো যায়।
0 comments:
Post a Comment