এডোবি ফটোশপে Eye Dropper Tool এর ব্যবহার:
এটি একটি গ্রুপ টুল এ গ্রুপে যা আছে তার বর্ননা নিম্নরূপঃ
Eye Dropper Tool: এ টুলটি ব্যবহার করে ইমেজের কোন অংশে ক্লিক করলে ফোরগ্রাউন্ড হিসাবে ইমেজের ঐ রঙ নির্বাচিত হবে।
Color Sampler Tool: এ টুলটি ব্যবহার করে ইমেজের কোন অংশে ক্লিক করে ঐ অংশের রঙের মোডের বিভিন্ন মাত্রা (%) জানা যায়। যাহা Info Palate এর মধ্যে দৃশ্যমান হয়।
Measure Tool: এ টুলটি নির্বাচন করে ইমেজের এক প্রান্ত থেকে ক্লিক্ করে আরেক প্রান্তে নিয়ে দুই প্রান্তের মধ্যকার x, y স্থানকে, কৌণিক দূরত্ব, উচ্চতা এবং প্রশস্ততা ইত্যাদি মাপা যায় । যাহা Info Palate এর মধ্যে দৃশ্যমান হয় ।
0 comments:
Post a Comment