এডৌবি ফটোশপে বিভিন্ন প্যালেট এর কাজ সমূহ:
Navigator Palette : নেভিগেটর প্যালেট ব্যবহার করে অ্যাকটিভ ইমেজকে বড়-ছোট করে দেখা যায় ।
Info Palette : এই প্যালেট সিলেক্ট করে ইমেজের যে কোন অংশ মাউস পয়েন্ট নিলে রঙের মিশনের মান প্রদর্শিত হবে। |
Color Palette : এ প্যালেট সিলেক্ট করে রঙ এর কাজ করা যায় ।
Swatches Palette : এ প্যালেটটিও সিলেক্ট করে রঙ এর কাজ করা যায়।
Style Palette : এ প্যালেট সিলেক্ট করে বিভিন্ন প্রকার Style Apply করা যায় ।
History palette : বর্তমান ইমেজ ফাইলে যত কাজ করা হয়েছে তার তালিকা প্রদর্শিত হবে। এখানে ডিসিলেক্ট করে ইমেজের উপর কাজকে বাতিল করা যায় । |
Action Palette : এ্যাকশন প্যালেট এ্যাকশন বা কমান্ড সিরিজ সংক্রান্ত কাজ করা যায় ।
Tool Presets Palette : এ প্যালেট সিলেক্ট করে Tool Setting এর কাজ করা যায় ।
Layers Palette : এ প্যালেটটি সিলেক্ট করে একটিভ ইমেজের লেয়ারসমূহ প্রদর্শিত হবে। যেমনঃ নতুন লেয়ার তৈরি, লেয়ার মুছা, লেয়ার মার্জ করা, লেয়ার মুভ করা, কপি করা ইত্যাদি কাজ করা যায় ।
Channels Palette : এই প্যালেট নির্বাচিত ইমেজের কালার মোড অনুসারে বিভিন্ন রঙ চ্যানেলে প্রদর্শিত হয়। নতুন চ্যানেল তৈরি করা, চ্যানেল মুছা এবং চ্যানেল সংক্রান্ত অন্যান্য গুরুত্বপূর্ণ কাজ করা যায় ।
Paths Palette : পাথ প্যালেটের বিভিন্ন কমান্ড বাটন এবং মেনু ব্যবহার করে পাথ সংক্রান্ত বিভিন্ন কাজ করা যায়।
Brushes Palette: ব্রাশ সিলেক্ট করলে পেইন্টব্রাশ, ইরেজার, পেন্সিল, হিস্টোরি ব্রাশের আকার নির্বাচিত ব্রাশ হবে ।
Character Palette : Photoshop Package এর মধ্যে সম্পাদিত Image এ Text সংযোজন করার জন্য এই Palette টি ব্যবহার করা হয় ।
0 comments:
Post a Comment