উইন্ডোজ এক্সপি
উইন্ডোজ এক্সপি (Windows XP):
উইন্ডোজ পরিবারের সর্বশেষ ভার্সন হিসেবে উইন্ডোজ এক্সপি অপারেটিং সিস্টেম বাজারে ছাড়ার আগে মাইক্রোসফট অনেক প্রচার প্রচারণা করে। এনটি টেকনোলজি ব্যবহার করে তৈরি করা হয় উইন্ডোজ এক্সপি FAT (File Allocation Table) 3 (FAT 32) NTFS (New Technology File System) Piga fiata ব্যবহার করে। উইন্ডোজ এক্সপিতে গ্রাফিক্স ও রঙের ব্যবহার চমৎকার। এতে নেটওয়ার্ক ও অনলাইনের মাধ্যমে আপগ্রেডের ব্যবস্থা ছিলো । এক্সপিতে একসাথে একাধিক ইউজার তৈরি করে রাখা যায় এবং প্রত্যেক ইউজারের ফাইল, ফোল্ডার ও ডকুমেন্ট আলাদা আলাদা করে সংরক্ষণ করা যায়। উইন্ডোজ এক্সপির পর ভিসতা ও উইন্ডোজ-৭ নতুন নতুন অপারেটিং সিস্টেম বর্তমানে বাজারে পাওয়া যায়। এখন ইউন্ডোজ ১০ পর উইন্ডোজ ১১ হলো সর্বশেষ ভার্সন।
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন