এডৌবি ইলাষ্ট্রেটরে WINDOW MENU এর ব্যবহার
WINDOW MENU
New Window : চলমান Window ব্যতিত অনুরূপ এক বা একাধিক নতুন Window Create করার জন্য এই Sub Menu টির সাহায্য নিতে হয়। পরবর্তীতে Window Menu এর নিচের দিক থেকে তৈরীকৃত Window গুলোকে Active/Inactive (স্বক্রিয়/ নিষ্ক্রিয়) করা যায় ।
Cascade: এই Sub Menu টির সহায়তায় চলমান Window সমূহ জলপ্রপাতের ন্যায় বা হেলে পড়ার ন্যায় স্তপাকারে একত্রে প্রদর্শিত হয়। পরবর্তীতে যে Window তে প্রবেশ করা/কাজ করা প্রয়োজন সেই Window এর Title Bar এর মধ্যে Click করে কাজ করা যায়। প্রয়োজনে ইহা Maximize করা যায় ।
Title: এই Sub Menu টির সহায়তায় চলমান Window সমূহ উলম্বভাবে এক প্রান্ত থেকে অন্য প্রান্ত পর্যন্ত একযােগে প্রদর্শিত হবে। পরবর্তীতে যে Window তে প্রবেশ করা/কাজ করা প্রয়োজন সেই Window এর মধ্যে Click করে কাজ করা যায়। প্রয়োজনে ইহা Maximize করা যায় ।
Arrange Icons : চলমান Window সমূহের Minimize Button এর মধ্যে Click করলে প্রতিটি Window ছােট lcon আকারে অবস্থান করে। উক্ত lcon সমূহ বিক্ষিপ্তভাবে প্রদর্শিত হয় বা Mouse ব্যবহারে বিক্ষিপ্তভাবে প্রদর্শন করানো যায়। তখন এই Arrange lcons Sub Menu টির সহায়তায় বিক্ষিপ্তভাবে প্রদর্শিত Icon সমূহ সুবিন্যস্তভাবে প্রদর্শন করানো যায় ।
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন