স্প্রেডশিট কি?
স্প্রেডশীট (Spreadsheet) শব্দটির আভিধানিক অর্থ ছড়ানো পাতা। গ্রাফ কাগজের ন্যায় X অক্ষ এবং Y অক্ষ বরাবর বর্গাকার ঘরের ন্যায় অসংখ্য আয়তকার ঘর সম্বলিত বড় শীটকে স্প্রেডশীট বলা হয়। ইলেকট্রনিক স্প্রেডশীট একটি কম্পিউটার ভিত্তিক ব্যবহারিক প্যাকেজ যাতে ৮৫,৫৮৫ টি রো এবং ২৫৬টি কলাম আছে । সারি ও কলামের সমন্বয়ে সেল গঠিত হয়। মাইক্রোসফট এক্সেলের সুবিশাল স্প্রেডশীটের পৃষ্ঠা কলাম ও সারি ভিত্তিক সেলে বিভক্ত থাকায় সহজেই বিভিন্ন তথ্য সন্নিবেশিত করে বিশ্লেষণ এবং সংরক্ষণ করা সহ অতি সহজেই যোগ, বিয়োগ, গুণ, ভাগ, শতকরা হাত ইত্যাদি গাণিতিক গণনা করা যায়। এছাড়া ইলেকট্রনিক স্প্রেডশীট মাইক্রোসফট এক্সেলের মাধ্যমে উপাত্ত ব্যবস্থাপনার পাশাপাশি লেখচিত্র তৈরি ও সম্পাদনা করা যায়। এতে কী ঘটতে পারে শর্তের ভিত্তিতে হিসাব-নিকাশ সংক্রান্ত যাবতীয় কার্যাবলি সম্পাদনা করা যায়।
বাজারে বিভিন্ন স্প্রেডশীট প্রোগ্রাম প্রচলিত আছে। এগুলোর মধ্যে উল্লেখযোগ্য কয়েকটি হলো:
• মাইক্রোসফট এক্সেল
• গুগল শীট
• লোটাস-১-২-৩
• LibreOffice
• WPS
• VisiCalc কোয়াট্রোপ্রো
• Sheetster মাল্টিপ্লান
• ক্যালক ইত্যাদি।
স্প্রেডশীট এর প্রয়োগক্ষেত্র ও ব্যবহার :
প্রাত্যহিক জীবনে কম্পিউটার নির্ভর ব্যাংক, বীমাসহ বিভিন্ন প্রকার হিসাব-নিকাশের প্রায় প্রতিটি ক্ষেত্রেই স্প্রেডশীট প্রোগ্রাম ব্যবহার করে বিভিন্ন সুবিধা গ্রহণ করা হচ্ছে। তন্মধ্যে উল্লেখযোগ্য কয়েকটি হলো:
১. শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্র-ছাত্রীদের ফলাফল ও শিক্ষক-কর্মচারীদের বেতন-ভাতার বিল ইত্যাদি তৈরি করতে ।
২. দৈনন্দিন হিসাব সংরক্ষণ ও বিশ্লেষণ।
৩. বার্ষিক প্রতিবেদন প্রয়োজন।
৪. বাজেট প্রণয়ন।
৫. ব্যাংকিং ব্যবস্থাপনায় যাবতীয় হিসাব (সুদকষা) বিষয়ক বিশ্লেষণ।
৬, উৎপাদন ব্যবস্থাপনা।
৭. আয়কর ও অন্যান্য হিসাব তৈরিকরণ ।
৮. বৈজ্ঞানিক ক্যালকুলেশন।
৯, বেতনের হিসাব তৈরিকরণ ।
১০. মজুদ পরিমান ও নিয়ন্ত্রণ।
১১. সব ধরনের পরিসংখ্যানগত হিসাব বিশ্লেষণ।
১২. সব ধরনের আর্থিক ব্যবস্থাপনা।
১৩. ডাটা সংরক্ষণ ও ব্যবস্থাপনার যাবতীয় কাজ ।
১৪. তথ্যকে আকর্ষণীয় করে উপস্থাপনের জন্য বিভিন্ন ধরনের চার্ট বা গ্রাফ তৈরি করা ইত্যাদি ।
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন