কিবোর্ড কি?
কীবোর্ড হচ্ছে কম্পিউটারে ডাটা ইনপুট করার একটি অতি জনপ্রিয় ডিভাইস। ভয়েস Recognition সিস্টেম প্রবর্তিত হওয়ার আগ পর্যন্ত কীবোর্ডের এ জনপ্রিয়তা বহাল থাকবে। কম্পিউটার কীবোের্ড টাইপরাইটার কীবোর্ডের সাথে যথেষ্ট মিল রয়েছে। কম্পিউটার কীবোর্ডে ৮৩, ৮৪, ১০১, ১০২ বা ১০৪ টি পর্যন্ত কী থাকে। কীবোর্ডেও প্রতিটি Key এক একটি স্প্রিংয়ের উপর আটকানো থাকে। শুধু চাপ পড়লেই তা নিচের দিকে নেমে আসে এবং সংযোগ প্রাপ্ত হয়। চাপ ছেড়ে দিলেই আবার উপরে উঠে আসে এবং সংযোগ বিচ্ছিন্ন হয়।
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন