ডেস্কটপ কি?
ডেস্কটপ (Desktop):
উইন্ডোজ অপারেটিং সিস্টেমের সাহায্যে কম্পিউটার চালু করা হলে প্রথমেই যে স্ক্রিনটি প্রদর্শিত হয় সেটিকে ডেস্কটপ বলে। প্রোগ্রাম পরিচালনা, ফাইল পরিচালনা ইত্যাদি কার্যাবলি সম্পাদনের জন্য ডেস্কটপে বিভিন্ন ধরনের আইকন ও প্রোগ্রামের শর্টকাট থাকে। ডেস্কটপের স্ক্রীন এবং আইনকন ও ফাইল ফোল্ডারকে ব্যবহারকারী তার পছন্দমতো ডিজাইনে সজ্জিত করে রাখতে পারে।
এছাড়া আলাদা মাউস, কিবোর্ড, সিপিইউ ও মনিটর বিশিষ্ট কম্পিউটারকেও ডেস্কটপ বলে অনেকে অভিহিত করে থাকে। অর্থাৎ ডেস্কটপ কম্পিউটারকে অনেকে সংক্ষেপে ডেস্কটপ বলে ডাকে।
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন