Home » » এডৌবি ইলাষ্ট্রেটরে View Menu এর কাজ

এডৌবি ইলাষ্ট্রেটরে View Menu এর কাজ

এডৌবি ইলাষ্ট্রেটরে View Menu এর কাজ

View Menu:

Outline/Preview : এই Sub Menu টির মাধ্যমে Outline Mode এ থাকাবস্থায় চলমান। Document/File এর মধ্যে তৈরীকৃত Object বা Place কৃত Picture এর শুধুমাত্র Boarder টি Paint করলে কেমন দেখাবে তা নির্ধারন করা যায়। অপরদিকে Preview Mode এ থাকাবস্থায় সম্পূর্ন Artwork টি Paint করলে কেমন দেখাবে তা নির্ধারন করা যায় । এর জন্য Keyboard key {Ctrl +Y}. 


zoom in : গানিতিক হারে Artwork এর পরিধি বৃদ্ধি করা অর্থাৎ Artwork কে ক্রমান্বয়ে বড় পরিসরে অবলোকনের জন্য এই Zoom in Sub Menu টির সাহায্য নিতে হয়। এর জন্য Keyboard key{Ctrl + +}. 


zoon out : গানিতিক হারে Artwork এর পরিধি হাস করা অর্থাৎ Artwork কে ক্রমান্বয়ে ছোট পরিসরে অবলোকনের জন্য এই Zoom Out Sub Menu টির সাহায্য নিতে হয় ।  এর জন্য Keyboard key{Ctrl+-}. 


Fit in Window : সম্পূর্ন Scratch Area কে একসাথে অবলোকনের জন্য এই Sub Menu টির সাহায্য নিতে হয় । এর জন্য Keyboard key{Ctrl + 0}. (শুন্য) 


Actual size: তৈরীকৃত Object বা Place কৃত Picture কে প্রকৃত সাইজে (১০০%) অবলোকন করার জন্য এই Sub Menu টির সাহায্য নিতে হয়। এই অবস্থায় Scratch Area একসাথে প্রদর্শিত হয় না। এর জন্য Keyboard key {Ctrl+1}.


Hide / show Edges : এই Sub Menu টির সহায়তায় Preview Mode এ অবস্থানকালে তৈরীকৃত কোন Object এর এ্যাংকর পয়েন্ট এবং সিলেকশন এজ Hide / Show (লুকানো/প্রদর্শন) করা যায়। এর জন্য Keyboard key {Ctrl + H},


Hide / show Artboard : এই Sub Menu টির সহায়তায় Open কৃত File { Document এর Artboard কে Hide / Show (লুকানো/প্রদর্শন) করা যায় ।


Hide / show Page Ti1ing : এই Sub Menu টির সহায়তায় Open কৃত File/ Document এর Page Tiling কে Hide / Show (লুকানো/প্রদর্শন) করা যায়। মনে রাখবেন শুধুমাত্র Page Tiling এর ভিতর দৃশ্যমান অংশই Print হয় । 


Hide / show Ruler : এই Sub Menu টির সহায়তায় Open কৃত File/ Document এর Ruler কে | Hide / Show (লুকানো/প্রদর্শন) করা যায় । Page এর পরিমাপ, Object এর Size, Object এর অবস্থান ইত্যাদি কর্মক্ষেত্রে অনেক কিছু বোঝার জন্য Ruler (স্কেল) এর প্রয়োজন হয়। এর জন্য Keyboard Key {Ctrl + R}. 


Hide / show Bounding Box : এই Sub Menu টির সহায়তায় Open কৃত File / Document এর Bounding Box কে Hide / Show (লুকানো/প্রদর্শন) করা যায় । এই Bounding Box Hide করা থাকলে তৈরীকৃত Object / Place কৃত Picture কে ছোট বড় করা যায় না। শুধুমাত্র Move (স্থানান্তর) করা যায়। অপরদিকে Show করা থাকলে সবকিছুই করা যায়। এর জন্য Keyboard Key {Ctrl + Shift + B}.



Hide / show 'Transparency Grid : এই Sub Menu টির সহায়তায় Open কুত File/ Document এর Transparency Grid কে Hide / Show (লুকানো/প্রদর্শন) করা যায় । Page এর Background এ ইহা। প্রয়োগ করতে হয় । ইহা দেখা যায় বিভিন্ন পরিমাপ করা যায় কিন্তু Print করা যায় না । ইহা প্রয়োগ করা থাকলে তৈরীকৃত Object এর Fill Color আছে কিনা তা খুব সহজেই দেখা যায়। এর জন্য Keyboard Key {Ctrl + Shift + D}.


Smart Guides : এই Sub Menu টির উপর Mouse Click এর মাধ্যমে ইহা Active Inactive করা যায় । ইহা Active থাকলে কোন কিছু Move (স্থানান্তর) করার সময় Smart Guides Line টি Active থাকে । এই অবস্থায় কাজ করতে অনেক সুবিধা পাওয়া যায় । Smart Guides On/Off করার জন্য Keyboard Key{Ctrl + U}.


show/Hide Grid : এই Sub Menu টির সহায়তায় Open কৃত কোন File/Document এর Back Ground এর মধ্যে Grid (গ্রাফ) Show/hide (প্রদর্শন লুকানো) করা যায় । ইহা Show করা থাকলে বিজ্ঞাপন, প্রচ্ছদ, গ্রাফ ডিজাইন ইত্যাদি খুব ভালভাবে পরিমাপ করা যায় ।  ইহা Show/Hide করার Keyboard Key {Ctrl+"}.


Snap To Grid : প্রথমে Grid Apply থাকাবস্থায় Zoom in এর মাধ্যমে Art Work টিকে বড় করুন। এবার দেখা যাচ্ছে Grid (গ্রাফ) এর প্রতিটি বড় ঘরে উলম্ব এবং অনুভূমিক ভাবে আটটি করে ঘর আছে । Mouse/Keyboard ব্যবহারে Snap to Grid কে Active/Inactive করা যায় । ইহা Active থাকাবস্থায় তৈরীকৃত Object কে Line সমতলে ছাড়া মনের ইচ্ছেমত স্থাপন করা যায় না। তৈরীকৃত Object কে যে কোন স্থানে স্থাপন করতে হলে এই Sub Menu টিকে Inactive রাখতে হবে । ইহা Show/Hide করার Keyboard Key{Ctrl + Shift + "}.

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

Office/Basic Computer Course

MS Word
MS Excel
MS PowerPoint
Bangla Typing, English Typing
Email and Internet

Duration: 2 months (4 days a week)
Sun+Mon+Tue+Wed

Course Fee: 4,500/-

Graphic Design Course

Adobe Photoshop
Adobe Illustrator

Duration: 3 months (2 days a week)
Fri+Sat

Course Fee: 8,500/-

Web Design Course

HTML 5
CSS 3

Duration: 3 months (2 days a week)
Fri+Sat

Course Fee: 8,500/-

Video Editing Course

Adobe Premiere Pro

Duration: 3 months (2 days a week)
Fri+Sat

Course Fee: 9,500/-

Digital Marketing Course

Facebook, YouTube, Instagram, SEO, Google Ads, Email Marketing

Duration: 3 months (2 days a week)
Fri+Sat

Course Fee: 12,500/-

Advanced Excel

VLOOKUP, HLOOKUP, Advanced Functions and many more...

Duration: 2 months (2 days a week)
Fri+Sat

Course Fee: 6,500/-

Class Time

Morning to Noon

1st Batch: 08:00-09:30 AM

2nd Batch: 09:30-11:00 AM

3rd Batch: 11:00-12:30 PM

4th Batch: 12:30-02:00 PM

Afternoon to Night

5th Batch: 04:00-05:30 PM

6th Batch: 05:30-07:00 PM

7th Batch: 07:00-08:30 PM

8th Batch: 08:30-10:00 PM

Contact:

Alamin Computer Training Center

796, West Kazipara Bus Stand,

West side of Metro Rail Pillar No. 288

Kazipara, Mirpur, Dhaka-1216

Mobile: 01785 474 006

Email: alamincomputer1216@gmail.com

Facebook: www.facebook.com/ac01785474006

Blog: alamincomputertc.blogspot.com

Contact form

নাম

ইমেল *

বার্তা *