ফটোশপে Tools Box (টুল বক্স) এর ব্যবহার:
Adobe Photoshop এর Window এর মধ্যে বামে বিভিন্ন Tools (টুল) সম্বলিত একটি বক্স দেখা যায়। যার নাম Tools Box (টুল বক্স)। বিভিন্ন রকমের অবজেক্ট তৈরী, এডিটিং, উপস্থাপনা, কালার ম্যানেজমেন্ট, ড্রইং ইত্যাদি Adobe Photoshop এর প্রধান প্রধান কাজগুলো করার জন্য এই Tools Box (টুল বক্স) থেকে পর্যাপ্ত সুযোগ সুবিধা পায়া যায় ।
0 comments:
Post a Comment