ফটোশপে টুল সিলেক্ট (Tool Selection) করা:
Toolbox (টুলবক্স) থেকে নিলিখিত দুটি পদ্ধতিতে টুল নির্বাচন করে কাজ করা যায়। যেমনঃ
১. মাউস দিয়ে ক্লিক করে । এবং ২. শর্টকাট কী কমান্ড দিয়ে ।
NB: এক্ষেত্রে সর্বদা মনে রাখতে হবে অনেকগুলো টুলই কিন্তু গ্রুপ টুল, এরকম গ্রুপ টুল থাকলে মাউস পয়েন্টার ক্লিক করলে অন্য টুল দেখা দিবে এবং মাউস টেনে তা নির্বাচন করে কাজ করা যায় । এছাড়াও, Alt কী চেপে ধরে কোন গ্রুপ টুলে ক্লিক করলে গ্রুপের অন্য টুল নির্বাচন করা যায় ।
টুলবক্স অদৃশ্য / দৃশ্যমান করার নিয়ম:
* কী-বোর্ডের Tab কী চাপলে টুলবক্স অদৃশ্য হয়ে যায়। আবার Tab কী চাপলে তা দৃশ্য হবে।
NB: এক্ষেত্রে সর্বদা মনে রাখতে হবে যে, Tab কী চাপলে টুল বক্স এবং অন্যান্য সব প্লেট পর্দা থেকে অদৃশ্য হয়ে যাবে । কি Shift কী চেপে তারপর Tab কী চাপলে টুলবক্স ছাড়া বাকি সব উইন্ডােজ /প্লেট অদৃশ্য হয়।
Use of Tools (টুলের ব্যবহার)
ফটোশপে দুই ধরণের টুল রয়েছে যেমন : একক টুল ও গ্রুপ টুল। একক টুলগুলোর নিচের দিকে তীর চিহ্ন নাই এবং গ্রুপ টুলগুলোর নিচে তীর চিহ্ন রয়েছে । মনে রাখবেন Tools গুলোর ব্যবহার সম্পূর্নরূপে ব্যবহারিক। কোন Tools এর ব্যবহার জানা না থাকলে ভালভাবে Design করা সম্ভব নয়।
0 comments:
Post a Comment