এডৌবি ইলাষ্ট্রেটরে Third-Party Filters এর ব্যবহার
Third-Party Filters:
Filter Menu এর অন্তর্গত Artistic থেকে Video পর্যন্ত এই দশটি Filter কে একসাথে Third-Party Filter বলা হয় । File Menu এর অন্তর্গত Open Place কমান্ডের সাহায্যে আমদানীকৃত Adobe Photoshop এ সম্পাদিত Bitmap Image এর উপর এই Filter সমূহ Apply করা যায় । তাই যে Image এর উপর এই Filter সমূহ Apply করতে হবে সেই Image টিকে Adobe Photoshop এর মধ্যে নিয়ে Bitmap Image এ সংরক্ষন করতে হবে। পরবর্তীতে Adobe Illustrator এর মধ্যে Open / Place করে এই Filter সমূহ Apply করা যাবে । Place করলে অনেক সময়ই Filter নিষ্ক্রিয় থাকে তাই Open করে Filter প্রয়োগ করাই উত্তম ।
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন