এডৌবি ইলাষ্ট্রেটরে stylize অপশনের এর ব্যবহারে
stylize এর অধিনস্থ অনেকগুলো Group Menu আছে। এগুলোর বর্ননা নিরূপ :
Add Arrowheads:
এর দ্বারা তৈরীকৃত কোন Line এর মধ্যে তীরমাথা/তীরলেজ যুক্ত করা যায়। এই কাজটি করার জন্য Pen Tool (P) এর সাহায্যে একটি Line Create পূর্বক Select করে এই Option টি Click করলে সাথে সাথে Add Arrowheads Dialog Box আসে। তখন Start Box এর মধ্যে শুরু এবং End Box এর মধ্যে শেষ Arrow পছন্দ করে Ok Click করলে Select কৃত Line টির মধ্যে তীরমাথা এবং তীরলেজ যুক্ত হবে।
Drop Shadow:
Drop Shadow ফিল্টারের সাহায্যে একটি Object এর উপর মনের মত করে Shadow Effect দেওয়া যায়। এজন্য একটি Object Create পূর্বক Select করে এই Option টি Click করলে সাথে সাথে Drop Shadow Dialog Box আসে। তখন এর অধিনস্থ বিভিন্ন Option ব্যবহারে Shadow Setting করে Ok Click পূর্বক Select কৃত Object এর উপর Shadow Apply করা যায় । এই Dialog Box এর দ্বারা Shadow Color করা যায় ।
Round Corners:
এর সাহায্যে তৈরীকৃত কোন Object এর কোনাকে গোলাকার কোনাতে রূপান্তর করা যায় । এজন্য কোনাসহ একটি Object তৈরীপূর্বক Select করে এই Option টি Click করলে সাথে সাথে Round Corners Dialog Box আসে। তখন এর মধ্যে একটি সংখ্যা Type করে Ok Click করলে ফলাফল পাওয়া যাবে।
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন