ফটোশপে Stamp Toots এর কাজ:
এটি একটি গ্রুপ টুল এ গ্রুপে যা আছে তার বর্ননা নিম্নরূপঃ
Clone Stamp Tool : এ টুলটি ব্যবহার করে ইমেজের অনুরূপ ইমেজ বা ইমেজের অংশ তৈরী করা যায়। Alt Key ব্যবহার পূর্বক এই Tool এর কাজ করতে হয় ।
Pattern Stamp Tool : এ টুলটি ব্যবহার করে ইমেজের যে কোন অংশকে প্যাটার্ন দিয়ে পেইন্ট করা যায় । ইহা খুবই মজার এবং প্রয়োজনীয় ।
0 comments:
Post a Comment