ফটোশপে Slice Tool (K) এর ব্যবহার:
এটি একটি গ্রুপ টুল এ গ্রুপে যা আছে তার বর্ননা নিম্নরূপ:
* Slice Tool : এই টুলটি ব্যবহার করে ছবির বিভিন্ন অংশের হিসাব, পরিমান, ইত্যাদি রাখা যায় । Web Link Work করা যায় ।
*Slice Select Tool: Slice তৈরী করার পর ইহা সিলেক্ট করার কাজে ব্যবহার করা যায় ।
0 comments:
Post a Comment