এডোবি ফটোশপে Rectangle Tool এর ব্যবহার:
এটি একটি গ্রুপ টুল এ গ্রুপে যা আছে তার বর্ননা নিম্নরূপঃ
Rectangle Tool: এ টুলটির সাহায্যে বিভিন্ন আকারের চতুর্ভুজ তৈরি করা যায়।
Round Rectangle Tool : এ টুলটির সাহায্যে বিভিন্ন আকারের গোলাকার চতুর্ভুজ তৈরি করা যায় ।
Elipse Tool: এ টুলটির সাহায্যে বিভিন্ন আকারের বৃত্ত তৈরী করা যায়।
Polygon Tool: এ টুলটির সাহায্যে বিভিন্ন আকারের পঞ্চভূজ তৈরী করা যায়।
Line Tool: এ টুলটির সাহায্যে যে কোন রকম লাইন অঙ্কন করা যায়।
Custom Shape Tool: এ টুলটির সাহায্যে গোলাকার সেইড তৈরী করা যায়। এছাড়াও Option Tool bar থেকে নিজের মত করে আকর্ষনীয় Design Create করা যায়।
0 comments:
Post a Comment