এডোবি ফটোশপে Pen Tool এর কাজ:
এটি একটি গ্রুপ টুল এ গ্রুপে যা আছে তার বর্ননা নিম্নরূপঃ
Pen Tool: এ টুলটির সাহায্যে বিভিন্ন আকারের পাথ তৈরি করা যায় ।
Freeform Pen Tool: এ টুলটির সাহায্যে পেন্সিল দিয়ে কাগজে আঁকার ন্যায় মুক্তভাবে পাথ তৈরি করা যায়।
Add Anchor Point Tool: এ টুলটির সাহায্যে পাথে এ্যাংকর পয়েন্ট যুক্ত করা যায় ।
Delete Anchor Point Tool: এ টুলটির সাহায্যে পাথে এ্যাংকর পয়েন্ট বিযুক্ত করা যায় ।
Convert Point Tool: এ টুলটির সাহায্যে এক ধরনের এ্যাংকর পয়েন্টকে অন্য ধরনের এ্যাংকর পয়েন্টে কনভার্ট করা যায়।
0 comments:
Post a Comment