এডৌবি ইলাষ্ট্রেটরে Path এর ব্যবহার
Path (চিত্র সংযুক্ত করা) :
Pen Tool (P), Paintbrush Tool (B), Pencil Tool (N) ইত্যাদির মাধ্যমে কোন চিত্র অংকন করলে অনেক সময়ই এর দুটি Side ছিন্ন থাকে। ছিন্ন থাকাবস্থায় অংকনকৃত চিত্রটি Select করে
→Object Click
→Path Click
→Join Click করলে Select কৃত চিত্রের দুটি Side সংযুক্ত হবে।
[ ছিন্ন অবস্থায় চিত্রটি Select করে Keyboard Key Ctrl+J Press করলে Select কৃত চিত্রের দুটি Side সংযুক্ত হবে। এছাড়াও Path Sub Menu এর অধিনস্থ অন্যান্য অপশনগুলো ডিজাইন করতে বিভিন্ন কাজে ব্যবহৃত হয়। মনে রাখবেন Path Sub Menu এর অধিনস্থ অন্যান্য অপশনগুলোর সাহায্যে কাজ করার সময় অনেক সময়ই Direct Selection Tool এর মাধ্যমে Select করতে হয় । Pathfinder Palette এর সাহায্যে বিভিন্ন প্রকার Path এর ব্যবহার শেখা যায় ।]
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন