ফটোশপে Palette (প্যালেট) এর কাজ:
Palette (প্যালেট) : Picture/Graphics কে নানাভাবে রূপায়ন ও উপস্থাপনার জন্য বিভিন্ন Palette (প্যালেট) এর সাহায্য নিতে হয়, এটিকে প্যানেলও বলা হয়। প্রোগ্রামের ডিফল্ট সেটিং অনুসারে অনেক সময়ই উইন্ডোতে কোন Palette (প্যালেট) প্রদর্শিত হয় না । প্রয়োজনের প্রেক্ষিতে মেনুবারস্থ উইন্ডো মেনু থেকে সংশ্লিষ্ট Palette (প্যালেট) কে প্রদর্শন করানো হয়।
0 comments:
Post a Comment