এডৌবি ইলাষ্ট্রেটরে Wrap তৈরি করা
Wrap (র্যাপ তৈরী করা) :
কোন Graphics/Object কে Text দ্বারা মোড়ানোকে Wrap (র্যাপ) বলে। এর ব্যবহার করার জন্য প্রথমে Type Tool (T) এর মাধ্যমে একটি Type Box (টাইপ কন্টেইনার) তৈরী করে এর মধ্যে কোন কিছু Type (লেখা) করুন । এবার Type Box (টাইপ কন্টেইনার) এর উপর একটি Graphics/Object তৈরী করে একসাথে (Type Box +
Graphics) Select করে
→ Type Click তারপর Wrap Select করে
→ Make Click করলেই Graphics/Object এর নিচে ঢেকে যাওয়া Text (লেখা) সমূহ সরে গিয়ে বাহিরে অবস্থান নিবে। এভাবে যে কোন Graphics/Object কে Text (লেখা) এর যে কোন স্থানে সংযােজন করে র্যাপ করা যায়। পরবর্তীতে Wrap (র্যাপ) কে Selection Tool (V) এর মাধ্যমে একসাথে এবং Direct Selection Tool (A) এর মাধ্যমে আলাদা আলাদা ভাবে Move, Copy, Resize সবই করা যাবে। পরবর্তীতে Wrap (র্যাপ) টি Select করে
→ Type Click Wrap Select করে
→ Release Click করলেই Wrap (র্যাপ) Remove হয়ে (Type Box + Graphics) আলাদা হবে। অর্থাৎ পূর্বাবস্থায় চলে আসবে।
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন