সিস্টেম সফটওয়্যার কত প্রকার?
সিস্টেম সফটওয়্যার
সিস্টেম সফটওয়্যার হচ্ছে এমন ধরনের সফটওয়্যার যা কম্পিউটারের হার্ডওয়্যারগুলোকে ব্যবহারকারীর ব্যবহার উপযোগী করে তুলতে সহায়তা করে। এই সফটওয়্যার কম্পিউটারের বিভিন্ন ইউনিটের মধ্যে কাজের সমন্বয় রক্ষা করে ও ব্যবহারিক প্রোগ্রাম নির্বাহের জন্য কম্পিউটারের সামর্থ্যকে সার্থকভাবে নিয়োজিত রাখে। কম্পিউটারের কাজের প্রকৃতির উপযোগী করে সিস্টেম সফটওয়্যার তৈরি করা হয় । তাই বিভিন্ন প্রকারের কাজের জন্য সিস্টেম সফটওয়্যার বিভিন্ন রকমের হয়। এক ধরনের কম্পিউটারের উপযোগী করে তৈরি সফটওয়্যার পরিবর্তন করে না নিলে অন্য এক ধরনের কম্পিউটারে ব্যবহার করা যায় না।
সিস্টেম সফটওয়্যারকে প্রধানত তিন ভাগে ভাগ করা যায়। যথা:
১. সিস্টেম ম্যানেজমেন্ট প্রোগ্রাম বা সফটওয়্যার।
২. সিস্টেম সাপোর্ট প্রোগ্রাম বা সফটওয়্যার।
৩. সিস্টেম ডেভেলপমেন্ট প্রোগ্রাম বা সফটওয়্যার ।
১. সিস্টেম ম্যানেজমেন্ট সফটওয়্যার
সিস্টেম ম্যানেজমেন্ট প্রোগ্রাম দিয়ে কম্পিউটারের হার্ডওয়্যার, সফটওয়্যার, ডেটা এবং নেটওয়ার্ক নিয়ন্ত্রণ করা যায় । সিস্টেম ম্যানেজমেন্ট প্রোগ্রাম নিমলিখিত ইউনিটগুলো নিয়ে গঠিত। যথা
১) অপারেটিং সিস্টেম (Operating System)
২) ডেটাবেস ম্যনেজমেন্ট (Database Management) সিস্টেম ও
৩) নেটওয়ার্ক ম্যানেজমেন্ট (Network Management) প্রোগ্রাম।
২. সিস্টেম সাপোর্ট সফটওয়্যার
সিস্টেম সাপোর্ট প্রোগ্রাম দিয়ে কম্পিউটার ব্যবহারকারী সার্ভিস প্রোগ্রাম, নিরাপত্তা প্রদানের প্রোগ্রাম এবং | কাজের হিসাব-নিকাশসহ ইত্যাদি কাজ সম্পাদন করতে পারে। সিস্টেম সাপোর্ট প্রোগ্রাম নিম্নলিখিত প্রোগ্রামগুলো নিয়ে গঠিত। যথা
১) সিস্টেম ইউটিলিটি প্রোগ্রাম
২) সিস্টেম পারফরমেন্স (Performance) মনিটর প্রোগ্রাম ও
৩) সিস্টেম সিকিউরিটি মনিটর প্রোগ্রাম।
৩. সিস্টেম ডেভেলপমেন্ট সফটওয়্যার
ব্যবহারিক সমস্যা সমাধানের উদ্দেশ্যে প্রোগ্রাম উন্নয়নের জন্য সিস্টেম ডেভেলপমেন্ট প্রোগ্রাম ব্যবহার করা | হয়ে থাকে। সিস্টেম ডেভেলপমেন্ট প্রোগ্রামকে নিম্নলিখিত ভাগে ভাগ করা যায়। যথা
১) প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ ট্রান্সলেটর বা অনুবাদক প্রোগ্রাম।
২) প্রোগ্রামিং এডিটর এবং টুলস।
৩) কম্পিউটার এইডেড সফটওয়্যার ইজ্ঞিনিয়ারিং (Computer Aided Software Engineering C.A.S.E) প্যাকেজসমূহ ।
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন