ফটোশপে Healing Brush Tool এর কাজ :
এটি একটি গ্রুপ টুল এ গ্রুপে যা আছে তার বর্ননা নিম্নরূপ:
* Healing Brush Tool : এ টুলটি ব্যবহার করে ইমেজের অনুরূপ ইমেজ বা ইমেজের অংশ তৈরী করা যায়। এতে অনুরূপ কপির Color এর সাথে Background Color এর Color Mixing হয়।
* Patch Tool: এ টুলটি ব্যবহার করে ইমেজের নির্দিষ্ট অংশ আকাবাকা করে Select করা যায় । Select থাকাকালীন অবস্থায় যে কোন Command Apply করলে শুধুমাত্র Selected অংশের উপরই কার্যকর হয়।
0 comments:
Post a Comment