ফটোশপে Gradient / Paint Bucket Tool এর ব্যবহার :
এটি একটি গ্রুপ টুল এ গ্রুপে যা আছে তার বর্ননা নিম্নরূপ :
Gradient Tool: এ টুলটি ব্যবহার করে ইমেজ এর উপর Linear Gradient, Radial Gradient, Angle Gradient, Reflected Gradient, Diamond Gradient Create করা যায় ।
Paint Bucket Tool: এ টুলটি নির্বাচন করে ইমেজের সম্পূর্ণ বা নির্বাচিত অংশকে ফোরগ্রাউন্ড কালার দিয়ে পেইন্ট করা যায়। বিভিন্ন প্রকার Gradient Create করার পর এই কাজটি করলে খুব সুন্দরভাবে Design করা যায় ।
0 comments:
Post a Comment