অ্যাডোবি ইলাস্ট্রেটরে Font এর কাজ
Font (লেখার ডিজাইন পরিবর্তন করা) :
পৃষ্ঠায় কোন কিছু লিখে এর যে অংশটুকুর লেখার ডিজাইন পরিবর্তন করতে চাই সে অংশটুকু Block/Select করে
→ Type Click
→ Font Select করে More Option এর মাধ্যমে Computer এ সংরক্ষিত সকল Font Name দেখা যায়। তখন যে কোন একটি Font Name এর মধ্যে Click করলেই Block/Select কৃত লেখার Design পরিবর্তীত হবে ।
Note: পৃষ্ঠায় কোন Text এর মধ্যে কোন Font আছে তা বুঝা যাবে সেই Text এর মধ্যে Cursor স্থাপন করে Character Palette কে পর্দায় প্রদর্শন করিয়ে । এই Character Palette থেকেও Font Name পরিবর্তন করা যায় । কোন কিছু লিখার আগেও লেখার ডিজাইন নির্ধারন করা যায়। তবে এজন্য Font Name জানা থাকলে ভাল হয় ।
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন