অ্যাডোবি ইলাস্ট্রেটরে Font size এর কাজ
size (ফন্টের আকৃতি পরিবর্তন করা) :
পৃষ্ঠায় কোন কিছু লিখে এর যে অংশটুকুর আকৃতি পরিবর্তন করতে চাই সে অংশটুকু Block/Select করে
→ Type Click তারপর Size Select করে এর অধিনস্থ যে কোন একটি Number Click করলেই Block/Select কৃত লেখার Size
(আকৃতি) Number অনুসারে পরিবর্তীত হবে।
Note : পৃষ্ঠায় কোন Text এর মধ্যে কত Size আছে তা বুঝা যাবে সেই Text এর মধ্যে Cursor স্থাপন করে Character Palette কে পর্দায় প্রদর্শন করিয়ে এই Character Palette থেকেও Font Size পরিবর্তন করা যায়। কোন কিছু লিখার আগেও লেখার আকৃতি নির্ধারন করা যায় । তবে এজন্য Font Size সম্পর্কে সম্যক ধারনা থাকলে ভাল হয় ।
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন