এডৌবি ইলাষ্ট্রেটরে Distort এর ব্যবহার
Distort এর অধিনস্থ অনেকগুলো Group Menu আছে। এগুলোর সংক্ষিপ্ত বর্ননা নিম্নরূপ:
Free Distort :
একটি Object Create করে Select করার পর এই Option Click করলে Free Distort Dialog Box চলে আসে এবং Select কৃত Object এর Preview দেখা যায়। তখন Mouse ড্রাগ করে Preview কৃত Object এর উপর বিভিন্ন পরিবর্তন আনা যায়। অর্থাৎ Select কৃত Object টি Modify করা যায়। পরবর্তীতে Ok Click করলে Select কৃত Object টি Modify অবস্থায় প্রদর্শিত হয়।
Punk & Bloat :
একটি Object Create করে Select করার পর এই Option Click করলে Punk & Bloat Dialog Box চলে আসে। তখন শতকরা হার পরিবর্তন করে Select কৃত Object এর উপর বিভিন্ন প্রকার পরিবর্তন আনা যায়। অর্থাৎ Select কৃত Object টি Modify করা যায়। পরবর্তীতে Ok Click করলে Select কৃত Object টি Modify অবস্থায় প্রদর্শিত হয়। এর মাধ্যমে বিভিন্ন রকম ডিজাইন করা যায় । যা খুবই প্রয়োজনীয়।
Roughen :
একটি Object Create করে Select করার পর এই Option Click করলে Roughen Dialog Box চলে আসে। তখন এর অধিনস্থ বিভিন্ন Option এর সাহায্যে Select কৃত Object টিকে অমসৃন/এবড়ো-থেবড়ো করা যায়। পরবর্তীতে Ok Click করলে Select কৃত Object টি Modify অবস্থায় প্রদর্শিত হয়।
Scribble And Tweak :
একটি Object Create করে Select করার পর এই Option Click করলে Scribble And Tweak Dialog Box চলে আসে। তখন এর অধিনস্থ বিভিন্ন Option এর সাহায্যে Select কৃত Object টির সেভ এর আকার পরিবর্তন করা যায়। পরবর্তীতে Ok Click করলে Select কৃত Object টি Modify অবস্থায় প্রদর্শিত হয়।
Twirl :
এর মাধ্যমে Select কৃত Object কে মোচড়/পাক দিয়ে আবর্তিত ঘােরানো যায়। একটি Object Create করে Select করার পর এই Option Click করলে Twirl Dialog Box চলে আসে। তখন নির্দিষ্ট সংখ্যা Type করে। Ok Click করলে নির্দিষ্ট সংখ্যার উপর ভিত্তি করে Select কৃত Object টি ডিগ্রিতে প্রদর্শিত হবে।
Zig Zag :
এর মাধ্যমে Select কৃত সােজা লাইনকে আঁকা বাঁকা রেখায় রূপান্তর করা যায়। এজন্য প্রথমে Pen Tool (P) এর মাধ্যমে একটি সরলরেখা অঙ্কন করি । তৈরীকৃত সরলরেখাটি Select করে এই Option Click করলে Zig Zag Dialog Box চলে আসে। তখন এর অধিনস্থ বিভিন্ন Option এর সাহায্যে Select কৃত সরলরেখাটিকে আঁকা বাঁকা রেখায় রূপান্তর করা যায়। পরবর্তীতে Ok Click করলে Select কৃত Object টি Modify অবস্থায় প্রদর্শিত হয়।
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন