এডৌবি ইলাষ্ট্রেটরে Cut & Paste এর ব্যবহার
Cut & Paste (স্থানান্তর করা) :
যাহা (লেখা/অবজেক্ট) স্থানান্তর করব তাহা Block/Select করে
Edit Click →
Cut Click → করলে Select কৃত অংশ অদৃশ্য হয়ে যাবে। তখন যেখানে স্থানান্তর করব সেখানে Cursor নিয়ে
Edit Click →
Paste Click → করলেই কার্সর রাখা স্থানে Select কৃত অদৃশ্য অংশ স্থাপিত হবে ।
0 comments:
Post a Comment