অ্যাডোবি ইলাস্ট্রেটরে crop Marks এর কাজ
crop Marks (ইমেজ এরিয়া চিহ্নিত করা) :
Crop Marks দ্বারা Image Area চিহ্নিত করা যায়। নির্দিষ্ট কোন Artwork Crop Marks করা হলে ঐ Artwork এর অবাঞ্চিত অংশ বাদ দিয়ে শুধু Crop Marks অংশ Print হয় । প্রকাশনা শিল্পে এর ব্যবহার খুবই বেশী । একাধিক Color এর কোন Design করার পর তা ছাপাখানায় Print করার জন্য Color Separation করে আলাদা আলাদা Print করতে হয় । Crop Marks ছাড়া Print করা হলে পরবর্তীতে ছাপাখানায় Color Measurement করা যায় না । এজন্য Design করা সম্পূর্নরূপে শেষ হয়ে গেলে যখন Print করার প্রয়োজন হবে ঠিক তখনই Rectangle Tool (M) এর মাধ্যমে একটি Object (চতুর্ভুজ) তৈরী করি যেন সম্পূর্ন Design টি চতুর্ভুজের ভিতরে থাকে। পরে তৈরীকৃত চতুর্ভুজটি Select করে
→ Object Click
→ Crop Marks Click
→ Make Click করলেই নির্দিষ্ট Image Area চিহ্নিত হবে। পরবর্তীতে আবার Crop Marks Apply করা থাকাবস্থায়
→ Object Click
→ Crop Marks Click
→ Release Click করলে Image Area Crop Marks মুক্ত হবে।
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন