এডৌবি ইলাষ্ট্রেটরে Create outlines এর ব্যবহার
Create outlines (লেখাকে গ্রাফিক্স অবজেক্টে পরিনত করা) :
→আমরা এযাবৎ কম্পিউটার বিশ্বে বিচরন করে যা জেনেছি তা থেকে এটুকু বলতে পারি যে Text (লেখা) এবং Graphics
(গ্রাফিক্স) দুটি আলাদা বিষয়। কিন্তু Text (লেখা) কে Graphics Object হিসাবে রূপান্তর করার কথা ইতিপূর্বে আর কখনও শুনিনি। যা Adobe Illustrator দ্বারা সম্ভব । এজন্য প্রথমে কোন একটি অক্ষর Type করি। তারপর ইহা Select করার পর
→Type Click
→Create Outline Click করলে ঐ Select কৃত অক্ষরটি Outline এ পরিনত হবে। এই অবস্থায় Outline কৃত Object টি Move, Copy, Resize সবই করা যাবে এবং Direct Selection Tool (A) এর মাধ্যমে এর
আকৃতিগত পরিবর্তন করা যাবে। তখন তৈরীকৃত Object টির উপর যে কোন প্রকার Effect প্রয়োগ করা সম্ভব।
Or Typeকৃত অক্ষরটি Select করার পর Keyboard Key {Ctrl+Shift+0} Press করলে ঐ Select কৃত অক্ষরটি Outline এ পরিনত হবে।
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন