এডৌবি ইলাষ্ট্রেটরে compound Path এর ব্যবহার
compound Path (কম্পাউন্ড প্যাথ):
সাধারণত আর্টওয়ার্কের Background (ব্যাক গ্রাউন্ড) এর উপর অন্য কোন অবজেক্ট সংযোজন করলে মূল আর্টওয়ার্কটির নিদিষ্ট অংশ ঢাকা পড়ে যায়। প্রয়োজনে আর্টওয়ার্কের নিদিষ্ট অংশকে ফাঁকা করে মূল আর্টওয়ার্কের ব্যাকগ্রাউন্ড দ্বারা পূরণ করা যায়। এটিই হচ্ছে কম্পাউন্ড প্যাথ।
To Create a Compound Path (কম্পাউন্ড প্যাথতৈরী করা) :
Rectangle টুলের সাহায্যে একটি অবজেক্ট (চতুর্ভুজ) অংকন করে তাতে Swatches কালার প্যালেটের সাহায্যে Fill Color (ফিল কালার) সংযোজন করুন। তারপর Ellipse টুলের সাহায্যে একটি অবজেক্ট (বৃত্ত) অংকন করে পূর্বে অংকনকৃত চতুর্ভুজের মধ্যে স্থাপন করুন এবং বৃত্তে অন্য কোন Fill Color (ফিল কালার) সংযোজন করুন। পরে বৃত্তের মধ্যে একটি স্টার অংকন করুন এবং স্টারে পছন্দমত Fill Color (ফিল কালার) সংযোজন করুন। এবার তৈরীকৃত সকল Object একসাথে Select করে
✓ Object Click
✓ Compound Path Click
✓ Make Click করলেই Compound Path যুক্ত হবে।
[Compound Path ton/T6 2519 Keyboard Key {Ctrl+8}]
To Release Compound Path (কম্পাউন্ড প্যাথ মুক্ত করা):
কোন Object এর উপর Compound Path যুক্ত থাকাবস্থায় Object টি Select করে
✓ Object Click
✓ Compound Path Click
✓ Release Click করলেই Compound Path মুক্ত হবে।
[Compound Path বাদামুক্ত করার Keyboard Key{Ctrl+Alt+8}]
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন