এডৌবি ইলাস্ট্রেটরে Clipping Mask এর কাজ
Clipping Mask (আর্টওয়ার্কের নির্দিষ্ট অংশ আলাদা করা) :
সম্পূর্ন আর্টওয়ার্কের নির্দিষ্ট অংশকে বলে Masks (মাস্ক)। যেভাবে বা যে পদ্ধতিতে একটি আর্টওয়ার্কের নির্দিষ্ট অংশকে আলাদা করা হয় তাকে Masking বলা হয়। উদাহরন ও এর ব্যবহার করতে হলে যে কোন একটি Picture (ছবি) Place করে বা মনের ইচ্ছেমত একটি Artwork তৈরী করে এর মধ্য থেকে যে অংশটুকু Masking (আলাদা করা) করতে চাই সে অংশটুকু Pen Tool, Elipse Tool, Rectangle Tool বা এ জাতীয় কোন টুলের মাধ্যমে Object তৈরী পূর্বক Marking করে তৈরীকৃত উভয় Object কে একসাথে Select করে
✓ Object Click
✓ Clipping Mask Click
✓ Make Click করলেই Marking কৃত Artwork এর নির্দিষ্ট অংশ আলাদা হয়ে যাবে ।
[তৈরীকৃত উভয় Object কে একসাথে Select করে Keyboard Key {Ctrl+7} Press করলেই Marking কৃত Artwork এর নির্দিষ্ট অংশ আলাদা হয়ে যাবে। পরবর্তীতে V Clipping Mask Apply কৃত আর্টওয়ার্কের নিদিষ্ট অংশটুকু Select করে
✓ Object Click
✓ Clipping Mask Click
✓ Release Click Masking Remove হয়ে যাবে।]
[Masking Remove করার জন্য Keyboard Key {Ctrl+Alt+7}]
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন