এডৌবি ইলাষ্ট্রেটরে Check Spe11ing এর ব্যবহার
Check Spelling (বানান যাচাই করা):
পৃষ্টায় কোন কিছু লিখতে হবে এবং সেখানে ভুল লেখা থাকতে হবে। তারপর
→ Type Click
→ Check Spelling Click করলে Check Spelling Dialog Box আসবে তখন যে শব্দটির বানান ভুল বলে মনে হবে পৃষ্টায় এবং Misspelled Words Box এ সেই বানানটি Block অবস্থায় দেখা যাবে। এবং Dialog Box এর Suggested Corrections Box এর মধ্যে ঐ শব্দটির এক বা একাধিক শুদ্ধ উত্তর দেখা যাবে। এই অবস্থায় বানান যাচাই ও শুদ্ধ করা যায় । শুদ্ধ উত্তর না থাকলে নিচের দিকের Box এর মধ্যে Type করে বানান শুদ্ধ করা যায়।
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন