এডৌবি ইলাষ্ট্রেটরে Block টাইপ এর ব্যবহার
Blocks (টাইপ কন্টেইনারকে লিঙ্ক কপি করা);
→Type Tool (T) এর মাধ্যমে একটি Box (টাইপ কন্টেইনার) তৈরী করে Type করতে গিয়ে যখন Box (টাইপ কন্টেইনার) এর নির্দিষ্ট অংশ Type (লেখা) করা শেষ হয়ে যায় তখন Type (লেখা) করলে ঐ Box (টাইপ কন্টেইনার) এর নিচে ডান দিকে একটি ছােট চিহ্ন দেখা যায়। তখন ঐ Box টি Select পূর্বক বড় করে Type (লেখা) সম্পাদন করতে হয়। তখন ঐ Box টি বড় না করে নতুন আরেকটি Type Box (টাইপ কন্টেইনার) তৈরী করে ঐ Box (টাইপ কন্টেইনার) এর অতিরিক্ত লেখাগুলাে আলাদা করা যায়। এজন্য আলাদা আরেকটি Type Box (টাইপ কন্টেইনার) তৈরী করে তৈরীকৃত দুটি Type Box (টাইপ কন্টেইনার) একসাথে Select করে।
→Type Click
→Blocks Select করে
→Link Click করলেই অতিরিক্ত লেখাগুলাে নতুন করে তৈরী করা Type Box (টাইপ কন্টেইনার) এর মধ্যে চলে যাবে। তখন দুটি Box এর মধ্যে সম্পর্ক স্থাপনের মাধ্যমে দুটি Box মিলে একটি Object তৈরী হবে। তখন Box দুটো আলাদা করার জন্য Object টি Select করে
→Type Click Blocks Select করে।
→Unlink Click করলেই চলবে। পরবর্তীতে একত্রিত হওয়া Box দুটো আলাদা আলাদাভাবে Select করা যাবে। এভাবে প্রয়ােজনমতাে অনেকগুলাে Type Box (টাইপ কন্টেইনার) তৈরী করা যায়।
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন