এডোবি ইলাষ্ট্রেটরে Blend এর অপশনের কাজ
Blend (রং সংমিশ্রন করা):
শব্দগত দিক দিয়ে Blend শব্দের অর্থ হলো একত্রে মিশ্রিত হওয়া বা মিশ্রন করা। এর কাজ আলাদা আলাদা রং এর সংমিশ্রন ঘটানো । Fill Color না দিয়েও শুধু লাইনের উপর ভিত্তি করে Blend এর কাজ করা যায়। এবং ইহা বিভিন্নরূপে ব্যবহার করা যায়। এজন্য নিম্নেবর্নিত অপশনগুলো ভালভাবে দেখুন:
Object Click
Blend Select করে এর অধিনস্থ
Make (Ctrl+Alt+B): এর মাধ্যমে Select কৃত দুটি Object এর উপর Blend Apply করা যায় ।
Release (Ctrl+Shift+Alt+B) : এর মাধ্যমে Select কৃত Object এর উপর Apply কৃত Blend Remove করা যায়।
Blend Options : ইহা ব্যবহারের আগে Blend Apply করা থাকলে ভাল হয় । এই Blend Options এর মধ্যে Click করার পর সাথে সাথে Blend Options Dialog Box চলে আসে তখন এই Box থেকে Smooth Color, Specified Steps, Specified Distance ইত্যাদি Preview তে দেখে ভালভাবে সেটিং করার পর Ok Click করতে হবে।
Expand : Blend এর সবগুলো Point Select করতে ব্যবহৃত হয়।
Replace Spine : ইহা ব্যবহারের আগে Blend Apply করা থাকতে হবে। Apply কৃত Blend এর পাশাপাশি Pen Tool এর মাধ্যমে একটি Drawing করি। তারপর Blend এবং Drawing একসাথে Select করে এই Replace Spine Click করলেই Drawing অনুসারে Blend তৈরী হবে ।
Reverse Spine : ইহা ব্যবহারের আগে Blend Apply করা থাকতে হবে । Apply কৃত Blend টি Select করে এই Reverse Spine Click করলে Select কৃত Blend টি উল্টে যাবে ।
Reverse Front to Back : ইহা ব্যবহারের আগে Blend Apply করা থাকতে হবে। Apply কৃত Blend টি Select থাকাবস্থায় ইহা উপর থেকে নিচে বা নিচে থেকে উপরে প্রতিস্থাপন করার জন্য এই Reverse Front to Back Option ব্যবহার করা হয়। এছাড়াও Blend কে Ungroup করে বিভিন্ন প্রকার কাজ করা যায়।
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন