ভার্চুয়াল মেমোরি কি?
ভার্চুয়াল মেমোরি (Virtual Memory): একসঙ্গে অনেকগুলো প্রোগ্রাম চালালে কম্পিউটার র্যাম নিজের মেমোরি ছাড়াও প্রয়োজনমতো হার্ডডিস্কের জায়গা ব্যবহার করে যাকে কম্পিউটারের ভার্চুয়াল মেমোরি বলে (যা 'সোয়্যাপ ফাইল' নামেও পরিচিত)।
র্যামের নিজস্ব ধারণক্ষমতার বাইরে গেলেই অতিরিক্ত এই মেমোরির প্রয়োজন হয়।
নিয়ন্ত্রিত হয়: কম্পিউটারের অপারেটিং সিস্টেম দ্বারা।
নির্ভরশীলতা: ভার্চুয়াল মেমোরির পরিমাণ হার্ডডিস্কের পর্যাপ্ত স্পেসের উপর নির্ভর করে।
ভার্চুয়াল মেমোরির কাজ: কম্পিউটার হার্ডড্রাইভ এবং র্যামের মধ্যে তথ্য ধারণ করে। র্যামের গতি হার্ডড্রাইভ স্টোরেজের চেয়ে বেশি হয়। র্যামের তথ্য স্থায়ীভাবে থাকে না। অর্থাৎ, কম্পিউটার বন্ধ করলেই র্যামের সবকিছু মুছে যায়। যখন কোনো ফাইল সেভ করা হয়, তখন আসলে র্যাম থেকে সেটা ড্রাইভ স্টোরেজে কপি করা হয়। কোনো প্রোগ্রাম বা ফাইল চালানোর জন্য যখন র্যামে পর্যাপ্ত কোনো জায়গা থাকে না, তখনই ভার্চুয়াল মেমোরির কাজ শুরু হয়।
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন