ইউটিলিটি সফটওয়্যার কি
কম্পিউটারের বিশ্লেষণ, রক্ষণাবেক্ষণ, ডেটা ও প্রোগ্রামের ব্যাকআপ, রিকভারি ও পরিচালনা ইত্যাদি কাজে যে সফটওয়্যার ব্যবহার করা হয় তাকে ইউটিলিটি সফটওয়্যার (Utility Software) বলে। Utility Software কে ইউটিলিটিও (Utility)' বলা হয়ে থাকে। ইউটিলিটি সফটওয়্যারের উদাহরণ: Disk Defragmentation, Anti-Virus Software, Data Compression Software, File Manager, Linker Program, Backup Software, System profilers.
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন