টাচস্ক্রিন প্রযুক্তির জনক কে
টাচস্ক্রিন (Touch Screen): এটি একটি Electronic Visual Display যা Display এরিয়ায় উপস্থিতি শনাক্ত করতে পারে। মাউসের মাধ্যমে ক্লিক অথবা টাচপ্যাডের মাধ্যম ছাড়াই হাতের আঙ্গুল অথবা স্টাইলাস দিয়ে সরাসরি টাচ (স্পর্শ) করা যায়। টাচস্ক্রিনে টাচ (স্পর্শ) করে ডেটা ইনপুট দেয়া হয় এবং সেই ডেটা প্রক্রিয়াকরণ করে আউটপুট প্রদান করে। টাচ স্ক্রিনের স্পর্শকাতর পর্দাটি ১টি প্লাস্টিক লেয়ার দ্বারা আবৃত যার পিছনে অপ্রদর্শিত রশ্মি এবং ইনফ্রারেড লাইটের সমন্বয়ে কাজ করে।
উদ্ভাবক: টাচস্ক্রিন প্রযুক্তি উদ্ভাবন করেন - জর্জ স্যামুয়েল হার্স্ট (George Samuel Hurst)। এজন্য তাকে টাচ স্ক্রিনের জনক বলা হয়।
উদাহরণ: জুম করে কোনো লেখার আকার বৃদ্ধি।
ব্যবহার: ট্যাবলেট কম্পিউটার, স্মার্টফোনসহ বর্তমানে বিভিন্ন ইলেকট্রনিক ডিভাইসে টাচস্ক্রিন প্রযুক্তি ব্যবহার করা হয়।
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন