সুপার কম্পিউটার কি
সুপার কম্পিউটার (Super Computer: সবচেয়ে বড়, শক্তিশালী, দ্রুতগামী এবং ব্যয়বহুল কম্পিউটারকে সুপার কম্পিউটার বলে।
বৈশিষ্ট্য:
দ্রুততা:
- প্রতি সেকেন্ডে বিলিয়ন বিলিয়ন হিসাব সমাধান করতে পারে।
- গতি বৃদ্ধির জন্য সাধারণ ক্যাবলের পরিবর্তে ‘ফাইবার ক্যাবল ব্যবহার করা হয়।
- CPU (Control Processing Unit)-এ 1oo মিলিয়ন IPS (Instruction Per Second) গতিতে গাণিতিক হিসাব করতে সক্ষম এবং এর শব্দ দৈর্ঘ্য - ৬৪ Bit
আকার: বড় ও অতি দ্রুতগামী এবং শক্তিশালী।
ক্ষমতা: সুপার কম্পিউটারের ক্ষমতা যেকোনো কম্পিউটারের চেয়ে বেশি।
প্রসেসর: একসাথে একাধিক (বর্তমানে লক্ষাধিক) প্রসেসর ব্যবহার করা হয়।
বর্তমানে বিশ্বের সবচেয়ে দ্রুততম সুপার কম্পিউটার: যুগাকু (Fugaku)
- যাত্রা করে: জুন, ২০২০ (নামকরণ করা হয়: ২৩ মে, ২০১৯)। | তৈরি করে: Fujitsu (ফুজিৎসু-জাপান) এবং RIKEN (রাইকেন) - জাপানের সরকারি গবেষণা সংস্থা।
- পূর্বের দ্রুততম সুপার কম্পিউটার যুক্তরাষ্ট্রের 'সামিট (Summit)' থেকে ২.৮ গুণ দ্রুত কাজ করতে পারে।
- বাংলাদেশের প্রথম ও একমাত্র সুপার কম্পিউটার: IBM RS (RISC System) 6000 SP
- বর্তমানে সংরক্ষিত আছে: বাংলাদেশ কম্পিউটার কাউন্সিল (বিসিসি), আগারগাঁও, ঢাকা।
ব্যবহার:
- কর্মক্ষেত্রে শক্তিশালী কাজ সম্পাদন করার জন্যে সুপার কম্পিউটারে Crunchier Number ব্যবহৃত হয়।
- জটিল (মহাকাশ গবেষণা, পরমাণু গবেষণা, ক্ষেপণাস্ত্র নিয়ন্ত্রণ) ও সূক্ষ গণনার (সূত্র, বৈজ্ঞানিক গবেষণা। বিষয়ক বিপুল পরিমাণ তথ্য বিশ্লেষণ) কাজে ব্যবহার করা হয়।
উদাহরণ:
আমেরিকা- CYBER-205, Summit, Sunway TaihuLight (চীন), SuperXII (জাপান), পরম (ভারত)।
0 comments:
Post a Comment