Home » » সুপার কম্পিউটার কি

সুপার কম্পিউটার কি

সুপার কম্পিউটার কি

সুপার কম্পিউটার (Super Computer: সবচেয়ে বড়, শক্তিশালী, দ্রুতগামী এবং ব্যয়বহুল কম্পিউটারকে সুপার কম্পিউটার বলে।

বৈশিষ্ট্য: 

দ্রুততা:

  • প্রতি সেকেন্ডে বিলিয়ন বিলিয়ন হিসাব সমাধান করতে পারে। 
  • গতি বৃদ্ধির জন্য সাধারণ ক্যাবলের পরিবর্তে ‘ফাইবার ক্যাবল ব্যবহার করা হয়।
  • CPU (Control Processing Unit)-এ 1oo মিলিয়ন IPS (Instruction Per Second) গতিতে গাণিতিক হিসাব করতে সক্ষম এবং এর শব্দ দৈর্ঘ্য - ৬৪ Bit

আকার: বড় ও অতি দ্রুতগামী এবং শক্তিশালী। 

ক্ষমতা: সুপার কম্পিউটারের ক্ষমতা যেকোনো কম্পিউটারের চেয়ে বেশি। 

প্রসেসর: একসাথে একাধিক (বর্তমানে লক্ষাধিক) প্রসেসর ব্যবহার করা হয়।


বর্তমানে বিশ্বের সবচেয়ে দ্রুততম সুপার কম্পিউটার: যুগাকু (Fugaku)

  • যাত্রা করে: জুন, ২০২০ (নামকরণ করা হয়: ২৩ মে, ২০১৯)। | তৈরি করে: Fujitsu (ফুজিৎসু-জাপান) এবং RIKEN (রাইকেন) - জাপানের সরকারি গবেষণা সংস্থা।
  • পূর্বের দ্রুততম সুপার কম্পিউটার যুক্তরাষ্ট্রের 'সামিট (Summit)' থেকে ২.৮ গুণ দ্রুত কাজ করতে পারে। 

  • বাংলাদেশের প্রথম ও একমাত্র সুপার কম্পিউটার: IBM RS (RISC System) 6000 SP
  • বর্তমানে সংরক্ষিত আছে: বাংলাদেশ কম্পিউটার কাউন্সিল (বিসিসি), আগারগাঁও, ঢাকা।


ব্যবহার:

  • কর্মক্ষেত্রে শক্তিশালী কাজ সম্পাদন করার জন্যে সুপার কম্পিউটারে Crunchier Number ব্যবহৃত হয়। 
  • জটিল (মহাকাশ গবেষণা, পরমাণু গবেষণা, ক্ষেপণাস্ত্র নিয়ন্ত্রণ) ও সূক্ষ গণনার (সূত্র, বৈজ্ঞানিক গবেষণা। বিষয়ক বিপুল পরিমাণ তথ্য বিশ্লেষণ) কাজে ব্যবহার করা হয়।


উদাহরণ: 

আমেরিকা- CYBER-205, Summit, Sunway TaihuLight (চীন), SuperXII (জাপান), পরম (ভারত)।

0 comments:

Post a Comment

Office/Basic Computer Course

MS Word
MS Excel
MS PowerPoint
Bangla Typing, English Typing
Email and Internet

Duration: 2 months (4 days a week)
Sun+Mon+Tue+Wed

Course Fee: 4,500/-

Graphic Design Course

Adobe Photoshop
Adobe Illustrator

Duration: 3 months (2 days a week)
Fri+Sat

Course Fee: 8,500/-

Web Design Course

HTML 5
CSS 3

Duration: 3 months (2 days a week)
Fri+Sat

Course Fee: 8,500/-

Video Editing Course

Adobe Premiere Pro

Duration: 3 months (2 days a week)
Fri+Sat

Course Fee: 9,500/-

Digital Marketing Course

Facebook, YouTube, Instagram, SEO, Google Ads, Email Marketing

Duration: 3 months (2 days a week)
Fri+Sat

Course Fee: 12,500/-

Advanced Excel

VLOOKUP, HLOOKUP, Advanced Functions and many more...

Duration: 2 months (2 days a week)
Fri+Sat

Course Fee: 6,500/-

Class Time

Morning to Noon

1st Batch: 08:00-09:30 AM

2nd Batch: 09:30-11:00 AM

3rd Batch: 11:00-12:30 PM

4th Batch: 12:30-02:00 PM

Afternoon to Night

5th Batch: 04:00-05:30 PM

6th Batch: 05:30-07:00 PM

7th Batch: 07:00-08:30 PM

8th Batch: 08:30-10:00 PM

Contact:

Alamin Computer Training Center

796, West Kazipara Bus Stand,

West side of Metro Rail Pillar No. 288

Kazipara, Mirpur, Dhaka-1216

Mobile: 01785 474 006

Email: alamincomputer1216@gmail.com

Facebook: www.facebook.com/ac01785474006

Blog: alamincomputertc.blogspot.com

Contact form

Name

Email *

Message *