পিএস-২ পোর্ট কি
কিবোর্ড (সংযোগকৃত অংশ বেগুনি রঙের) এবং মাউসে (সংযোগকৃত অংশ সবুজ রঙের) ব্যবহৃত গোলাকৃতির পিনযুক্ত সকেট হলো পিএস/২ পোর্ট, এটি মাদারবোর্ড এর সাথে সিপিইউ এর পিছনে থাকে। বর্তমানে এ ধরনের পোর্ট আর ব্যবহার হয় না। ১৯৮৭ সালে IBM-এর PS/2 (Personal System/2) সিরিজের কম্পিউটারের জন্য তৈরি করা হয় বলে PS/2 কম্পিউটারের আলোকে PS/2 পোর্ট নামকরণ করা হয়।
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন