পাওয়ার সাপ্লাই
কম্পিউটারে ব্যবহৃত পাওয়ার সাপ্লাই ইউনিট:
যে ইউনিট কম্পিউটারের অভ্যন্তরীণ ইউনিটগুলোর পাওয়ার অর্থাৎ, বিদ্যুৎ সরবরাহ করে তাকে পাওয়ার সাপ্লাই ইউনিট বলে। পাওয়ার সাপ্লাই ইউনিট AC কারেন্টকে কম ভোল্টেজের DC কারেন্টে রূপান্তর করে। কম্পিউটারের জন্য প্রয়োজনীয় বিদ্যুৎ ক্ষমতা ৪০০-১০০০ ওয়াট এবং ভোল্টেজ ১১০ - ২২০ ভোল্ট ।
ব্যবহার অনুযায়ী পাওয়ার সাপ্লাই এর ধরন:
- AT Power Supply (এটি পাওয়ার সাপ্লাই): পুরানো পিসিতে ব্যবহৃত হতো, বর্তমানে ব্যবহার নেই বললেই চলে। |
- ATX Power Supply (এটিএক্স পাওয়ার সাপ্লাই): বর্তমানে সবচেয়ে বেশি ব্যবহৃত হয়।
- ATX-2 Power Supply (এটিএক্স-২ পাওয়ার সাপ্লাই): সাম্প্রতিককালে চালু হয়েছে।
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন