এডোবি ইলাস্ট্রেটরে প্যানেল কি?
টুলবক্সের মাধ্যমে অবজেক্ট তৈরী করার পর অবজেক্টকে বিভিন্ন ভাবে রূপায়ন, চিত্রায়ন, অর্থাৎ মনের ইচ্ছেমত উপস্থাপনার জন্য Panel (প্যানেল) বা Palette (প্যালেট) এর গুরুত্ব অপরিসীম । Adobe Illustrator (অ্যাডৌবি ইলাস্ট্রেটর) প্যাকেজে নিম্নোক্ত Palette (প্যালেট) গুলো রয়েছে :
(1). Appearance Palette {Shift+F6}
(2). Navigator Palette
(3). Info Palette
(4). Color Palette
(5). Attributes Palette
(6). Transparency Palette
(7). Stroke Palette {F8}
(8). Gradient Palette
(9). Style Palette
(10). Brushes Palette {F5}
(11). Swatches Palette
(12). Layers Palette {F7}
(13). Actions Palette
(14). Links Palette
(15). SVG Interactivity
(16). Transform Palette {Shift+F8}
(17). Align Palette {Shift+F7}
(18). Pathfinder Palette {Shift+F9}
(19). Character Palette {Ctrl+T}
(20). Paragraph Palette {Ctrl+M}
(21). MM Design Palette
(22). Tab Palette {Ctrl+Shift+T}
উপরোক্ত Palette (প্যালেট) সমুহের মধ্যে অধিকাংশ Palette (প্যালেট) Window মেনুতে বিদ্যমান রয়েছে। কিছু Palette (প্যালেট) অন্যান্য মেনুতেও আছে। যে Palette (প্যালেট) যে মেনুতে বিদ্যমান সেই মেনু থেকে ঐ Palette (প্যালেট) Show/Hide (খোলা/বন্ধ) করা যায়। Palette (প্যালেট) সমূহ Show/Hide (খোলা/বন্ধ), Move (স্থানান্তর), Maximize/Minimize (ছোট/বড়), Add/Shaparate (একত্রিত/আলাদা) করা যায়।
0 comments:
Post a Comment