মেইল মার্জ কি
মেইল মার্জ (Mail Merge): মাইক্রোসফট ওয়ার্ডের একটি ফিচার যার সাহায্যে একই চিঠিকে চাহিদামত একাধিক ঠিকানায় একসাথে পাঠানোর উপযোগী করা হয়।
কেন মেইল মার্জ ব্যবহার করা হয়?- একই চিঠি যদি বিভিন্ন ঠিকানায় ভিন্ন ভিন্ন ব্যক্তি বা প্রতিষ্ঠানের নিকট পাঠানোর প্রয়োজন হয়, তখন উক্ত চিঠির সাথে ভিন্ন ভিন্ন ঠিকানাকে একত্র করে খুব অল্প সময়ে পূর্ণাঙ্গ চিঠি গঠন করা যায়। মেইল মার্জ কমান্ড প্রয়োগ করার জন্য কমপক্ষে - ২টি ফাইল তৈরি করতে হয়।
কার্যাবলী: মূল চিঠিটির ডকুমেন্ট তৈরি করে (মূল চিঠি একটি Form Template ডকুমেন্ট হিসাবে থাকে) এবং একাধিক ঠিকানায় প্রেরণ করা যায়। মেইল মার্জের সাহায্যে একই সময়ে একাধিক ডকুমেন্টও একসাথে প্রেরণ করা যায়।
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন