ল্যারি পেজ (Larry Page)
ল্যারি পেজ (জন্ম 26 মার্চ, 1973) হলেন একজন আমেরিকান ব্যবসায়িক এবং কম্পিউটার বিজ্ঞানী যিনি সের্গেই ব্রিনের পাশাপাশি গুগলের সহ-প্রতিষ্ঠাতা। 4 এপ্রিল, 2011-এ, পেজ গুগলের প্রধান নির্বাহী কর্মকর্তা হিসেবে এরিক শ্মিটের স্থলাভিষিক্ত হন। 2014 সালের হিসাবে, পেজের ব্যক্তিগত সম্পদ মার্কিন ডলার 32 বলে অনুমান করা হয়েছে৷ 3 বিলিয়ন, তিনি ফোর্বসের বিলিয়নেয়ারদের তালিকায় # 19 নম্বরে রয়েছেন।
0 comments:
Post a Comment