জন ক্রোক্রফট (Jon Crowcroft)
জন ক্রাক্রফ্ট (জন্ম 23 নভেম্বর 1957) কেমব্রিজ বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার ল্যাবরেটরিতে কমিউনিকেশন সিস্টেমের মার্কনি অধ্যাপক। প্রফেসর জন ক্রোক্রফট ইন্টারনেটের উন্নয়নে তার অনেক গুরুত্বপূর্ণ অবদানের জন্য বিশিষ্ট। 1980-এর দশকে স্যাটেলাইট লিঙ্ক আন্তঃসংযোগ কৌশলগুলির উপর তার কাজ গ্রামীণ ব্রডব্যান্ডের জন্য পথ তৈরি করে।
0 comments:
Post a Comment