এডোবি ইলাস্ট্রেটরে Save a copy অপশনের ব্যবহার
save a Copy (ফাইলকে কপি করে সংরক্ষন করা):
সংরক্ষিত যে ফাইলটি কপি করে সংরক্ষন করতে চাই সেই ফাইলটি Open করে
File Click →
Save a Copy Click→ করলে Save a Copy Dialog Box আসবে তখন
Save Click → Ok Click করলেই ঐ ফোল্ডারে ঐ নামেরই অন্য একটি কপি তৈরী হয়ে সংরক্ষিত হবে। তৈরীকৃত কপিটি অন্য কোন ফোল্ডারে করতে চাইলে ফোল্ডার সিলেক্ট করতে হবে।
[Keyboard Key Ctrl+Alt+S Press করলে সাথে সাথে Save a Copy Dialog Box টি চলে আসবে। ]
0 comments:
Post a Comment