এডোবি ইলাস্ট্রেটরে ফাইল ওপেন করবেন কিভাবে?
To Open a File (একটি ফাইল খোলা) :
File Click→ Open Click করলে→ Open Dialog Box আসবে। এখানে Files of Type এর স্থলে Illustrator সিলেক্ট করতে হবে। ফলে ইলাস্ট্রেটর ফোল্ডারে সংরক্ষিত ফাইল সমূহ দেখা যাবে। তখন যে File টি Open করতে চাই সেই File টি Select করে বা File Name Box এ File এর নামটি লিখে Open Click→ করলেই Select কৃত File টি Open হয়ে প্রদর্শিত হবে। | [Or Keyboard Key {Ctrl + 0} Press করলে Open Dialog Box আসবে। পরবর্তীতে উক্ত কাজগুলো একই পদ্ধতিতে করতে হবে ।]
0 comments:
Post a Comment