ফার্মওয়্যার কি
যে সকল প্রোগ্রাম কম্পিউটার হার্ডওয়্যারের মতো স্থায়ী এবং কম্পিউটার তৈরি করার সময় সেমিকন্ডাক্টর মেমোরিতে (ROM) স্থায়ীভাবে সংরক্ষিত থাকে তাকে ফার্মওয়্যার বলে।
• এক কথায়, ROM ভিত্তিক প্রোগ্রামকে ফার্মওয়্যার (Firmware) বলে।
• বিশেষ ধরনের সফটওয়্যার যা সুনির্দিষ্ট কাজে হার্ডওয়্যারের সাথে যোগাযোগ করে হার্ডওয়্যারকে পরিচালনা করে। | সফটওয়্যার ও ফার্মওয়্যারের মধ্যকার পার্থক্য ব্যবহারকারী সফটওয়্যারকে মুছতে পারে কিন্তু ফার্মওয়্যারকে মুছতে পারে না। ফার্মওয়্যারের গঠন: হার্ডওয়্যার ও সফটওয়্যারের সমন্বয়ে গঠিত।
ফার্মওয়্যারের বৈশিষ্ট্য: ফার্মওয়্যার পড়া যায় কিন্তু পরিবর্তন করা যায় না। উদাহরণ: কম্পিউটারে বহুল ব্যবহৃত ফার্মওয়্যার - বায়োস (BIOS) [যেমন: কম্পিউটার চালু, বন্ধ, রিস্টার্ট (পুনরায় চালু) করতে, তাছাড়া মাইক্রোপ্রসেসর ভিত্তিক সিস্টেমে (যেমন: ভিসিডি প্লেয়ার, ভিসিআর, অটোমোবাইল ইত্যাদি) ব্যবহার করা হয়।
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন